English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৮:২৪

পরীক্ষামূলক অ্যাপস সংযোজনে ত্রিশ হাউজে লেনদেনে বিঘ্ন

মোহাম্মদ অানিসুজ্জামন
পরীক্ষামূলক অ্যাপস সংযোজনে ত্রিশ হাউজে লেনদেনে বিঘ্ন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৩০টি ব্রোকারেজ হাউসে লেনদেনে বিঘ্ন হয়েছে অাজ। এদের মধ্যে একেবারে লেনদেন হয়নি এমন ব্রোকারেজ হাউসও রয়েছে। কিন্তু এ বিঘ্ন প্রসঙ্গে ডিএসই’র কর্তৃপক্ষ জানান, মোবাইল অ্যাপস পরীক্ষামূলক হিসেবে ১ নং সাইলোতে সংযোজন করা হয়েছে। এটি করতে গিয়েই সাইলোর সঙ্গে সম্পর্কিত ব্রোকারেজ হাউসগুলোতে লেনদেনে সমস্যা দেখা দেয়। এ কারণে বুধবার ডিএসই’র বেশ কিছু হাউজে লেনদেনে বিঘ্ন হয়।

এদিনে ডিএসইর লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার ঘরে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৫৮ কোটি টাকা। যা গত ১ মাসের মধ্যে ডিএসইর সর্বনিম্ন লেনদেন বলে জানান তারা।

ডিএসই’র সূত্রে জানা যায়, ব্রোকারেজ হাউসগুলোর ব্যাক অফিস ডাটা সেন্টার থেকে প্রতিদিন লেনদেন শুরুর আগে স্টক এক্সচেঞ্জের একটি তথ্য সিস্টেমে পাঠানো হয়। এ তথ্য সিস্টেমটি হচ্ছে ‘সাইলো।’ ২৪০টি ব্রোকারেজ হাউসের জন্য মোট ৮টি সাইলো রয়েছে। প্রতিটি সাইলোতে ৩০টি করে ব্রোকারেজ হাউসের গ্রাহকের কোড, শেয়ার ও শেয়ারক্রয়ের সীমার তথ্য সংরক্ষণ করা হয়। বুধবার ১নং সাইলোর সঙ্গে যে সব ব্রোকারেজ হাউসগুলো যুক্ত ছিল সে সব ব্রোকারেজ হাউসেই লেনদেনে বিঘ্ন ঘটে। এ কারণে ডিএসইর প্রায় ত্রিশ হাউজে লেনদেনে বিঘ্ন ঘটছে।

লেনদেনে বিঘ্ন ঘটার বিষযে ডিএসইর এক উধ্বতন এক কর্মকর্তা জানান, মোবাইলে লেনদেন চালু করার লক্ষ্যে ডিএসই মোবাইল অ্যাপস চালু করছে। এ লক্ষ্যে মোবাইল অ্যাপসটি টেস্ট রান (পরীক্ষামূলকভাবে) হিসেবে ১নং সাইলোতে সংযোজন করা হয়েছে। কিন্তু এটি করতে গিয়েই ১নং সাইলোর সঙ্গে সম্পর্কিত ব্রোকারেজ হাউসগুলোতে লেনদেনে সমস্যা হচ্ছে।

তিনি বলেন, আমরা কিছু কিছু ব্রোকারেজ হাউসের সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি। কয়েকটি ব্রোকারেজ হাউসের সমস্যার সমাধান করলেও পরবর্তী সময়ে ফের সমস্যার মুখে পড়েছে তারা। আবার কয়েকটি ব্রোকারেজ হাউসে সমস্যার কারণে আদৌ কোনো লেনদেন হয়নি। উদ্ভূত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করে চেষ্টা চালানো হচ্ছে তবে বেলা দেড়টা পর্যন্ত সমস্যা নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কর্মকর্তা আরও বলেন, আমরা এর আগে মোবাইল অ্যাপসের মাধ্যমে মক ট্রেডিং করেছি, তাতে কোনো সমস্যা দেখা যায়নি। কিন্তু পরীক্ষামূলকভাবে লেনদেন সময়ে এটি করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে। তিনি বলেন, ধাপে ধাপে ৮টি সাইলোতে মোবাইল অ্যাপসটি সংযোজন করে পরীক্ষা করে দেখা হবে। কিন্তু তার আগে উদ্ভূত সমস্যার সমাধান করতে হবে জানা তিনি।

এদিকে ব্রোকারেজ হাউসগুলোতে লেনদেন বিঘ্ন পরেও নির্ধারিত সময় শেষ হয়েছে ডিএসই’র লেনদেন। আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতনে টানা ষষ্ঠ দিনের মতো সূচকের পতন হয়েছে ডিএসইতে। মঙ্গলবারের তুলনায় ২৪.১৩ পয়েন্ট কমে দিনশেষে ডিএসইএক্স দাঁড়িয়েছে ৪৫৮৫.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৮৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে আল আরাফাহ ইসলামী ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, এমারল্ড অয়েল, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, বিডি থাই অ্যালুমিনিয়াম, সিভিও পেট্রোকেমিক্যাল, ঢাকা ডাইং।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪২.৩১ পয়েন্ট কমে দিনশেষে ৮৫৭৯.০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৩২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৫টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।