English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৭:২৪

পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
পতন অব্যাহত

আবারও পতনের বৃত্তে আটকে গেছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে কমসহ সূচক পতন হযেছে। এনিয়ে টানা ৫ কার্যদিবসে ডিএসই সূচক পতনে শেষ হয় লেনদেন। একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

গত ১৯ জানুয়ারি ১০.৩০ পয়েন্ট বেড়ে ডিএসইএক্স ৪৬৯৭.৫০ পয়েন্টে উন্নীত হয়। এরপরই দরপতনের কবলে পড়ে বাজার। টানা ৫ দিনের দরপতনে ডিএসইএক্স নেমে এসেছে ৪৬১০.১১ পয়েন্টে। এসময়ে সূচক কমেছে ৮৭ পয়েন্ট। অপর শেয়ারবাজার সিএসইতে টানা ৫ দিনের দরপতনে সূচক কমেছে ১১৫ পয়েন্ট। এসময়ে লেনদেন ৪৯ কোটি থেকে ২৯ কোটি টাকায় নেমেছে।

ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে ফের মূলধন হারানোর ভয় দেখা দিয়েছে। মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য বাজারে গতি ফিরে আসলেও তা স্থায়ী হচ্ছে না। বেশির ভাগ সময়েই দরপতনের শিকার হচ্ছে বাজার। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা বলে জানান শেয়ারবাজার বোদ্ধরা। এদিকে, বর্তমানে বাজার বিনিয়োগের জন্য বিশেষ করে দীর্ঘ মেয়াদে বিনিয়োগের অনুকূল অবস্থায় রয়েছে বলে দাবী করেন রেগুরেটলরা।

এদিকে সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। সোমবার ৫০০ কোটি টাকার ঘরে লেনদেন হলেও মঙ্গলবার তা ফের ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। সোমবারের তুলনায় ৬৯ কোটি ৬১ লাখ টাকা কমে মঙ্গলবার দিনশেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৫ কোটি ৬১ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া ৩২৩টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে পাওয়ার গ্রিড। দিনশেষে কোম্পানিটির ১২ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ ৪৯ হাজার টাকা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— এমারল্ড অয়েল, সাইফ পাওয়ারটেক, আইটি কনসালটেন্টস, আল আরাফাহ ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, বিডি থাই।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২৪.১৬ পয়েন্ট কমে দিনশেষে ৮৬২১.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ২০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।