English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৬:৪০

অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেবে ম্যারিকো

অনলাইন ডেস্ক
অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দেবে ম্যারিকো

ম্যারিকো শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ৩১ মার্চ ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য অন্তর্বর্তীকালীন এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত প্রথম ৯ মাসের আর্থিক মুনাফার ভিত্তিতে এ ডিভিডেন্ড ঘোষণা। ঘোষিত ডিভিডেন্ড জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি।

কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ম্যারিকোর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০.২৭ টাকা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৮.৯৯ টাকা।

একইসঙ্গে হিসাব বছরের প্রথম ৯ মাসে (এপ্রিল ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) এর হিসাব অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৭.৪৩ টাকা। আগের বছরে এ আয়ের পরিমাণ ছিল ৩৬.৫৪ টাকা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী, ম্যারিকোর শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৫৬.৭৮ টাকা।