English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৬:৩০

মেট্রো স্পিনিংয়ের বিশতম এজিএম স্থগিত

নিজস্ব প্রতিবেদক
মেট্রো স্পিনিংয়ের বিশতম এজিএম স্থগিত

মেট্রো স্পিনিংয়ের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, আগামী ৪ ফেব্রুয়ারি কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতে কোম্পানির এক আবেদনের প্রেক্ষিতে এজিএমের তারিখ স্থগিত হয়।

কোম্পানি আইন ১৯৯৪ এর ৮১ (২) অনুযায়ী বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে উচ্চ আদালতে আবেদন করা হলে গত ১৭ জানুয়ারি বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বেঞ্চ তা গ্রহণ করেন এবং আগামী ৬ মার্চ আবেদনের উপর শুনানির দিন নির্ধারণ করেন। এ কারণে ৪ ফেব্রুয়ারি তারিখে ঘোষিত এজিএম অনুষ্ঠিত হচ্ছে না। আদালতের আদেশ অনুযায়ী পরবর্তীতে এজিএমের তারিখ, সময় ও ভেন্যু ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, কোম্পানি আইন ১৯৯৪ এর ৮১ (২) ধারা অনুযায়ী কোন কোম্পানি নির্দিষ্ট সময়ে এজিএম অনুষ্ঠানে ব্যর্থ হলে, কোম্পানির যে কোন সদস্যের আবেদনক্রমে আদালত উক্ত কোম্পানির এজিএম আহ্বান করতে বা আহ্বান করার নির্দেশ দিতে পারবেন। আদালত উক্ত সভা আহ্বান, অনুষ্ঠান ও পরিচালনার জন্য যেরূপ সমীচীন বলে বিবেচনা করবেন সেরূপ অনুবর্তী ও আনুষঙ্গিক আদেশ প্রদান করতে পারবেন।