পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই, তা সঠিক নয়

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই— এ ধরনের কথা প্রচার করা হচ্ছে, তা মোটেও সঠিক নয় ।
অাজ সোমবার বিএসইসি কার্যালয়ে অনির্ধারিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নির্বাহী পরিচালক বলেন, বিভিন্ন কোম্পানির আইপিওতে চাহিদার তুলনায় ৫, ১০ এমনকি ১৫ গুণ বেশি আবেদন পড়ছে। এটি বিনিয়োগকারীদের আস্থার প্রকাশ বলেই আমরা মনে করছি। বাজারে কোনো কোনো কোম্পানির দাম কমে যেতেই পারে। আবার কোনো কোনো কোম্পানির দাম বেড়ে যেতেই পারে। এটি মূলত শেয়ারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে।
‘বিএসইর চেয়ারম্যান পরিবর্তন দরকার’ খন্দকার ইব্রাহীম খালেদের এমন মন্তব্য নিয়ে সোমবার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, একজন ব্যক্তির পরিবর্তনের কারণে সমগ্র সিস্টেম পরিবর্তন হয়ে যাবে, এই কথার সঙ্গে আমরা একমত নই। কারণ একটি প্রতিষ্ঠান চলে সম্মিলিতভাবে।
বাজারের আস্থা ফিরিয়ে আনতে গত কয়েক বছর বিএসইসির বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বিএসইসির এ নির্বাহী বলেন, একটি জবাবদিহিমূলক এবং স্বচ্ছ বাজার গড়ে তোলাই হচ্ছে আমাদের লক্ষ্য। কোম্পানির নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ার কোম্পানির জবাবদিহিতা নিশ্চিতকরণে আইপিও ক্ষেত্রে পাবলিক ইস্যু রুলস-২০০৬ পরিবর্তন করে নতুন রুলস-২০১৫ করা হয়েছে। যাতে অনেক বেশি ডিসক্লোজার সংযুক্ত করা হয়েছে।
বাজার মনিটরিংয়ে উন্নত সার্ভিলেন্স ব্যবস্থা চালুর বিষয়টি উল্লেখ করে সাইফুর রহমান বলেন, লেনদেনে কোনো কারসাজি হলে তা তাৎক্ষণিক সার্ভিলেন্স ব্যবস্থায় ধরা পড়ছে। আমাদের সিস্টেমে অ্যালার্ট আসে। তার ভিত্তিতে আমরা প্রাথমিক পর্যায়ে তদন্ত করে থাকি। প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হয়। এমনকি কারসাজি খতিয়ে দেখার জন্য স্টক এক্সচেঞ্জেও পাঠানো হয়।
অনিয়মের কারণে বেশকিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি আরএন স্পিনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে অপসরণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে ইস্যু ম্যানেজারের সনদ বাতিল করা হয়েছে।
২০১৫ সালে দেশের পুঁজিবাজারের পরিধি সাড়ে ৪ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, এর পেছেনে বড় পুঁজির কোম্পানি লাফার্জ সুরমা, তিতাস গ্যাস ও গ্রামীণফোন এই ৩ কোম্পানির ভূমিকা ছিল। এসব কোম্পানির নিজ নিজ নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপের কারণে তাদের শেয়ারের দর কমেছে। এ কারণে বাজারেও তার প্রভাব পড়েছে।
এর আগে সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নব নির্বাচিত পরিচালনা পর্ষদ বিএসইসি চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।