English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৬:১৩

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের দুই পুঁজিবাজারে আজ সূচক কমলেও লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ আগের কার্যদিবস তুলনায় লেনদেন বেড়েছে ৮৮ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ৩ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৫ কোটি টাকার শেয়ার। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৭ কোটি টাকার শেয়ার। এসময়ে ব্যবধানে লেনদেন বেড়েছে  ৮৭ কোটি টাকা। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৪৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ৪৬২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫০ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সাইফ পাওয়ারটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, আইটিসি, আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এমারেল্ড অয়েল, সিভিও পেট্রোকেমিক্যাল এবং কাশেম ড্রাইসেলস।

একইসঙ্গে এদিন সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪২২৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।