English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৫:৫১

অ্যাপোলো ইস্পাতের ৬ পরিচালককে জরিমানা করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
অ্যাপোলো ইস্পাতের ৬ পরিচালককে জরিমানা করেছে বিএসইসি

অ্যাপোলো ইস্পাতের ৬ পরিচালককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করেছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন— কোম্পানির চেয়ারম্যান ও পরিচালক দীন ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মো. আনছার আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান, পরিচালক এম এ মাজেদ, মো. শোয়েব, মোহাম্মদ রফিক।