English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৫:২৩

উসমানিয়ার লোকসান বেড়েছে

অনলাইন ডেস্ক
উসমানিয়ার লোকসান বেড়েছে

উসমানিয়া গ্লাসের লোকসান বেড়েছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.২৮ টাকা। যা আগের হিসাব বছরে একই সময়ে লোকসানের পরিমাণ ছিল ৫৭ পয়সা।  ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অপরদিকে চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জুলাই ’১৫ থেকে ডিসেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারপ্রতি লোকসান করেছে ২.৬৯ টাকা। আগের বছরে একই সময়ে কোম্পানির এ লোকসানের পরিমাণ ছিল ৪০ পয়সা।

এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে (৩.৮১) টাকা আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল (২.১৮) টাকা। এছাড়া ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ২০.৩৩ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদমূল্য ছিল ২৬.৩১ টাকা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ছিল ৮ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা।