English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১৫:২৯

বিও বেড়েছে ছয় হাজার

নিজস্ব প্রতিবেদক
বিও বেড়েছে ছয় হাজার

বিও অ্যাকাউন্ট খোলার প্রবণতা বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে বিও বেড়েছে প্রায় ৬ হাজার। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।

এক সপ্তাহ আগে বিও’র সংখ্যা ছিলো ৩১ লাখ ৫৬ হাজার ১২৩টি। সর্বশেষ যার সংখ্যা দাঁড়িয়েছে ৩১ লাখ ৬৬ হাজার ৩৩১টিতে। এসময়ে নতুন বিও খোলা হয়েছে ৬ হাজার। গত ছয় বছরে নবায়ন না করায় ঝরে গেছে প্রায় ১৩ লাখ বিও।

বিও কমে যাওয়ার প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা জানান, বাজারে স্মরণ কালের ভয়াবহ ধস। যে কারণে বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে লাখ লাখ বিনিয়োগকারী। যার ফলে তারা আর অ্যাকাউন্ট নবায়ন করেননি। ফলশ্রুতিতে উল্লেখযোগ্য সংখ্যক বিও অ্যাকাউন্ট ঝরে গেছে। কিন্তু বর্তমানে আবারো বিও অ্যাকাউন্ট খোলার প্রবণতা বাড়ছে।