English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১১:১৩

গেইনারের অর্ধেক কোম্পানিই বস্ত্র

নিজস্ব প্রতিবেদক
 গেইনারের অর্ধেক কোম্পানিই বস্ত্র

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় অর্ধেক কোম্পানি বস্ত্র খাতের। এ কোম্পানিগুলো হলো- দ্য ঢাকা ডাইং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন মিলস, তাল্লু স্পিনিং ও সিঅ্যান্ডএ টেক্সটাইল।

জানা গেছে, গেল সপ্তাহে টপটেন গেইনারের দ্বিতীয় স্থানে থাকা দ্য ঢাকা ডাইংয়ের শেয়ারের দর বেড়েছে ২২.৫২ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৯ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ২০০ টাকার শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৭ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা অপর কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৮.৯১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বস্ত্রখাতের চতুর্থ স্থানে কোম্পানি হচ্ছে সায়হাম কটন মিলস। এই কোম্পানির শেয়ার দর ১৪.০৮ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

৫ম স্থানে কোম্পানি হচ্ছে তাল্লু স্পিনিং। এই কোম্পানির শেয়ার দর ১৩.৩৩ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭ কোটি ৮৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টপটেন গেইনারে ১০ম স্থানে কোম্পানি হচ্ছে সিঅ্যান্ডএ। এই কোম্পানির শেয়ার দর ৯.৯১ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫ কোটি ৭৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।