English Version
আপডেট : ২৩ জানুয়ারি, ২০১৬ ১০:৩৩

লুজারে প্রাধান্য ‘এ’ ক্যাটাগরি

নিজস্ব প্রতিবেদক
লুজারে প্রাধান্য ‘এ’ ক্যাটাগরি

সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির কোম্পানির প্রাধান্য রয়েছে। টপটেন লুজারের ৭০ শতাংশ কোম্পানি ‘এ’ ক্যাটাগরির লেনদেন করেছে।

কোম্পানিগুলো হলো- সামিট অ্যালায়েন্স পোর্ট, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, কেডিএস অ্যাক্সেসোরিজ, আমান ফিড, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং।

এর মধ্যে শীর্ষে অবস্থান করছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। গত সপ্তাহে ফান্ডটির ইউনিট প্রতি দর কমেছে ১৭.৬৫ শতাংশ। আলোচিত সপ্তাহে ফান্ডটির প্রতিদিন ৪ লাখ ১৭ হাজার ৬০০ টাকার ইউনিট লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ লাখ ৮৮ হাজার টাকা।

দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের ১২.৯৩ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৭ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা।

লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানির শেয়ার ১২.১৫ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ২৩ কোটি ২৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা।

লুজারের তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে কেডিএস অ্যাক্সেসোরিজে ৯.৩৪ শতাংশ, আমান ফিডে ৯.০৭ শতাংশ, আইপিডিসিতে ৯.০১ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে ৮.৪৭ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে ৮.২৫ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ে ৭.৯০ শতাংশ, ৪র্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ডে ৭.৮৪ শতাংশ দর কমেছে।