English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ২১:৪৩

রোববারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে অলিম্পিক

অনলাইন ডেস্ক
রোববারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে অলিম্পিক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।  ফলে অাগামী রোববার থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে এ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়ে এই ক্যাটাগরি পরিবর্তন করেছে।  কোম্পানিটি আগামী ২৪ জানুয়ারি  থেকে পুঁজিবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে অলিম্পিক এক্সেসরিজ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ স্টকও ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড।  কোম্পানিটির সবশেষ হিসাব বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৩ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬,৭১ টাকা।