English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ২১:৩০

গেইনারের শীর্ষে সুহৃদ

অনলাইন ডেস্ক
গেইনারের শীর্ষে সুহৃদ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সুহৃদ ইন্ডাস্ট্রিজ কোম্পানি টপটেন গেইনারের শীর্ষে ছিল আজ। এসময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৮০  টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২০.৩০ টাকা  দরে। এদিন কোম্পানির ১৬ লাখ ১৭ হাজার ৬২৫টি শেয়ার ৯৭৭ বারে লেনদেন হয়। গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস। এদিনে কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩৭.৩০ টাকা।

এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শমরিতা হাসপাতাল, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, ন্যাশনাল টিউবস এবং ইবনে সিনা।