English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৭

ডিএসই’র লেনদেনে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক
ডিএসই’র লেনদেনে ছন্দপতন

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে ছন্দপতন ঘটেছে। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকা। যা আগের কার্যদিবস বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৬৭০ কোটি টাকা। এ হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ২৫২ কোটি টাকা।

এদিকে লেনদেনের পাশাপাশি সূচকের পরিমাণও কমেছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় বুধবারের তুলনায় ১১.৫৬ পয়েন্ট কমে দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪৬৫৭.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এ নিয়ে টানা দুই দিন সূচকের পতনে শেষ হয়েছে দিনের লেনদেন। বুধবার সূচক কমেছিল প্রায় ২৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া ৩২৬টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৮৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির দর। লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার। দিনশেষে কোম্পানিটির ১৩ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইটি কনসালটেন্টসের লেনদেন হয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকা। ১২ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— বেক্সিমকো ফার্মা, এমারল্ড অয়েল, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ঢাকা ডাইং, বিডি থাই, সিটি ব্যাংক।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ২০.৪৩ পয়েন্ট কমে দিনশেষে ৮৬৫৪.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। বুধবারের তুলনায় ১১ কোটি টাকা কমে বৃহস্পতিবার স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ১৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।