English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৫

সভার আহ্বান করেছে সুহৃদ

নিজস্ব প্রতিবেদক
সভার আহ্বান করেছে সুহৃদ

স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন-১৯ (১) অনুযায়ী আগামী ২৭ জানুয়ারি বোর্ড সভা আহ্বান করেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই দিন সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিতব্য সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এবং সবশেষ সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০১৪ সালে কোম্পানিটি ১৫ শতাংশ নাটক ডিভিডেন্ড দিয়েছিল। ২০১৪ সালে সুহৃদ ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।