English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৬:২৯

রাইট ইস্যুতে রেকর্ড ডেট ১৫ ফেরুয়ারি

নিজস্ব প্রতিবেদক
রাইট ইস্যুতে রেকর্ড ডেট ১৫ ফেরুয়ারি

রাইট শেয়ার ইস্যুতে আগামী ১৫ ফেব্রুয়ারি রেকর্ড ডেট ঘোষণা করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ১৫ ফেব্রুয়ারি যে সব বিনিয়োগকারীদের হাতে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার থাকবে তারাই কোম্পানির রাইট শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। আগামী ৩০ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত রাইট শেয়ারের জন্য চাঁদা গ্রহণ করা হবে। গত ১৮ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৪তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছিল।

কোম্পানিটি ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের বরাদ্দ মূল্য হচ্ছে ১৫ টাকা। এ মূল্যে ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৬৬টি রাইট শেয়ার ইস্যু করে কোম্পানিটি ৫১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা সংগ্রহ করবে। উত্তোলিত টাকায় কোম্পানিটি জমি ক্রয় ও মেয়াদি ঋণ পরিশোধ করবে। রাইট শেয়ার ইস্যুতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।