English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১৬:২৩

অলটেক্সের দুই প্রতিষ্ঠান একীভূত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
অলটেক্সের দুই প্রতিষ্ঠান  একীভূত হচ্ছে

অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও তার অঙ্গ প্রতিষ্ঠান অলটেক্স ফেব্রিক্স একীভূত হচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় একীভূতকরণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদন সাপেক্ষে একীভূতকরণের বিষয়টি কার্যকর হবে।

একীভূতকরণ কার্যকর হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে। চলতি হিসাব বছরের শুরুর তারিখ ধরে একীভূতকরণের প্রক্রিয়া শুরু করছে কোম্পানিটি। একীভূতকরণে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১টি শেয়ারের বিপরীতে অলটেক্স ফেব্রিক্সের শেয়ারের পরিমাণ ধরা হয়েছে ০.৩০টি।

কোম্পানি দুটির নিট সম্পদমূল্যের উপর ভিত্তি করে এ অনুপাত নির্ধারণ করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এটিরও অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানি আইন-১১৯৪ এর ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী কোম্পানি দুটির একীভূতকরণের খসড়া প্রসপেক্টাস উচ্চ আদালতে উপস্থাপনের বিষয়টিও বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, ১৯৯৬ সালে অলটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।