English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৬

ক্যান্সার বিরোধী ওষুধ উৎপাদন করবে অ্যাক্টিভ

নিজস্ব প্রতিবেদক
ক্যান্সার বিরোধী ওষুধ উৎপাদন করবে অ্যাক্টিভ

ক্যান্সারবিরোধী ওষুধ উৎপাদনে ফরমুলেশন্স প্লান্ট স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস। পাশাপাশি সেফালোসপরিন এন্টিবায়োটিকসহ তৎসম্পর্কিত কেমিক্যাল উৎপাদন করবে এই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অ্যাক্টিভ ফাইন কোম্পানির সচিব মাহবুব রহমান বলেন, ৯০ কোটি টাকা ব্যয়ে খুলনার বটিয়াঘাটার কৈয়া বাজার উত্তর শৈলমারিতে ক্যান্সারবিরোধী ফরমুলেশন্স প্লান্ট স্থাপন করা হবে। কোম্পানির নিজস্ব তহবিল ও ব্যাংক লোনের মাধ্যমে এ প্লান্ট স্থাপন ব্যয় করা হবে। এর মধ্যে ব্যাংক লোন করা হবে মূল ব্যয়ের প্রায় ৪০ শতাংশ বা ৩৬ কোটি টাকা। আর নিজস্ব তহবিল থেকে  সংগ্রহ হবে ৬০ শতাংশ বা ৫৪ কোটি টাকা। অবশ্য প্লান্ট স্থাপনের ফলে কোম্পানির বার্ষিক টার্নওভার আরও বাড়বে বলে মনে করেন তিনি।

কোম্পানির সূত্রে, প্লান্ট স্থাপনের ফলে কোম্পানির বার্ষিক টার্নওভার ৮ কোটি টাকায় উন্নীত হবে। অবশ্য বর্তমানে বার্ষিক টার্নওভার ৬ কোটি টাকা।  এদিকে প্লান্ট স্থাপন ও ওষুধ উৎপাদনের খবরে কোম্পানির শেয়ারের দর বাড়ছে।  ২০১০ সালে কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।