English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৭:১২

বন্দর-সাইফ তিন বছরের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
বন্দর-সাইফ তিন বছরের চুক্তি

সার্ভিস খাতের সাইফ পাওয়ারটেক কোম্পানি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি সই করেছে। গতকাল সোমবার সাইফ পাওয়ারটেক ও বন্দর কর্তৃপক্ষ এ চুক্তি সই করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চট্টগ্রাম বন্দরের অধীনে থাকা কমলাপুরের কনটেইনারের সব ধরনের কাজ করবে কোম্পানিটি। এতে করে কোম্পানিটিকে ১৪ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা দিবে বন্দর কর্তৃপক্ষ। এই টাকা প্রতি মাসের কাজের উপর পরিশোধ করবে বন্দর কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে কোম্পানি সচিব এসএম সালেহীন দ্যাঢাকাপোষ্ঠডটকমকে বলেন, বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের তিন বছরের জন্য চুক্তি হয়েছে। এই তিন বছর কমলাপুর স্টেশন থেকে কনটেইনার সাপ্লাই ও ক্লিয়ারিংসহ সব ধরনের কাজ করব সাইফ পাওয়ারটেক।

একই প্রসঙ্গে  কোম্পানি সিএফও হাসান রেজা দ্যাঢাকাপোষ্ঠডটকমকে বলেন, কমলাপুরের কনটেইনারের সব ধরনের কাজ করবে সাইফ পাওয়ারটেক। এতে করে কোম্পানিটিকে ১৪ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা দিবে বন্দর কর্তৃপক্ষ। যা প্রতি মাসের কাজের উপর ভিত্তি করে কর্তৃপক্ষ সাইফ পাওয়ারটেক টাকা পরিশোধ করবে বলে জানান তিনি।