English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৫:১৫

কাশেম ড্রাইসেলের দর বাড়ার তদন্ত করছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
কাশেম ড্রাইসেলের দর বাড়ার তদন্ত করছে বিএসইসি

প্রকৌশল খাতের কাশেম ড্রাইসেলের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধিতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছে কমিশন। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির পরিচালক মাহমুদুল হক আলম ও সহকারী পরিচালক ইকবাল হোসেন।

নভেম্বরের শুরুতে কাশেম ড্রাইসেলের শেয়ারের দর ছিল ৭০ টাকা। ১৮ জানুয়ারি সোমবারের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর দাঁড়িয়েছে ১২০  টাকায়। আড়াই মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫০ টাকা।