English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৫:০৫

আইন ভঙ্গের দায়ে দুই হাউজকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আইন ভঙ্গের দায়ে দুই হাউজকে জরিমানা

সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে দুই হাউজকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউজগুলো হলো- শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও সাদ সিকিউরিটিজ লিমিটেড। সোমবার কমিশনের ৫৬৪তম সভায় এ জরিমানা করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্জিন দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে এমন কোম্পানির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান, ৫ লাখ টাকার উপরে নগদ লেনদেন, সমন্বিত গ্রাহকের হিসাবে ঘাটতি ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রস্তুত না করার কারণে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধিতে অনিয়ম করায় সাদ সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।