English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৬:৫৭

ফের অনুমোদন পেল ন্যাশনাল বীমা

নিজস্ব প্রতিবেদক
ফের অনুমোদন পেল ন্যাশনাল বীমা

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ফের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসির ৫৬৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত মতে, গত ২৯ জুন ২০১৫ সালে তা স্থগিত করা হয়েছিল। কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু ১৭ ফেব্রুয়ারি  ২০১৬। চলবে ২৫ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত । এর আগে বিএসইসি’র ৫৪৩তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়েছিল।

কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

২০১৪ সালের ৩১ জুলাই শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৭ টাকা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫.৬৫ টাকা ।

আইনী শর্ত পরিপালনে আইপিওতে আসছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকার একাংশ মেয়াদী আমানত হিসেবে রাখবে কোম্পানি। একটি অংশ বিনিয়োগ করা হবে ট্রেজারি বন্ডে। এছাড়া কিছু অর্থ আইপিওর কাজে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।