English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৯

রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেল সামিট

নিজস্ব প্রতিবেদক
রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেল সামিট

সামিট অ্যালায়েন্স পোর্ট রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার বিএসইসি'র ৫৬৪তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ৫টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে। কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ৫ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা অনুযায়ী ৩ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৪৬৬টি শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৫১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে জমি ক্রয় ও মেয়াদি ঋণ পরিশোধ করবে। এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

জানা যায়, ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা। ১ জানুয়ারি ২০১০-৩০ জুন ২০১৫ সময় কালে কোম্পানিটির ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা।