English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৭

দুই ফান্ডের স্কিম ওয়ান অবসায়ন মামলার রায় কাল

নিজস্ব প্রতিবেদক
দুই ফান্ডের স্কিম ওয়ান অবসায়ন মামলার রায় কাল

এইমস ফার্স্ট গ্যারান্টেড এবং গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের স্কিম ওয়ান অবসায়ন সংক্রান্ত মামলার রায় শুনাবে আগামীকাল। রোববার মামলাটির শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায়ের দিন ধার্য করেন।

এ প্রসঙ্গে সহকারি অ্যাটর্নি জেনারেল মো. একরামুল হক বলেন, মিউচ্যুয়াল ফান্ড মামলাটির শুনানি দুই দফায় পেছানোর পর আজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।  আগামীকাল এ মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে।

মামলায় বিএসইসি ছাড়াও ইউনিট হোল্ডারদের পক্ষে আইনি লড়াই করছে ফান্ড দুটির ট্রাস্টি প্রতিষ্ঠান বিজিআইসি। একইসঙ্গে মামলায় আইনি লড়াই করছে ৫ ইউনিট হোল্ডার প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলো হল- ইউসিবিএল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ এবং ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।

উল্লেখ, সম্প্রতি অনুষ্ঠিত ফান্ড দুটির ইউনিটহোল্ডার সম্মেলনে বেশিরভাগ ইউনিট হোল্ডার এ দুটি ফান্ডের অবসায়নের পক্ষে মত দেন। এ অনুসারে ফান্ড দুটির ট্রাস্টি অবসায়নের প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু পুরো বিষয়টি এলোমেলো হয়ে যায় আলী জামান নামের জনৈক বিনিয়োগকারীর মামলায়। নির্দিষ্ট মেয়াদের পর মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড অবসায়ন অথবা বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের আইনী বাধ্যবাধকতাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন।

অভিযোগ উঠে, এই আইনী জটিলতা সৃষ্টির নেপথ্যে রয়েছে খোদ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। ফান্ড দুটির তহবিল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এইমস অব বাংলাদেশ এর আগে ক্লোজইন্ড মিউচ্যুয়াল ফান্ডে বোনাস লভ্যাংশ ঘোষণা করে পুরো সেক্টরে বিশৃঙ্খলার সৃষ্টি করে।

এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের স্কিম ওয়ানের অবসায়ন জটিলতায় ইউনিট হোল্ডারদের স্বার্থরক্ষায় মাঠে নেমেছে ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। প্রতিষ্ঠানটি এ সংক্রান্ত মামলায় পক্ষভুক্ত হয়েছে।