English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৬:৩৩

এমারেন্ড ওয়েলের কাছে শেয়ার দর বাড়ার তথ্য নেই

নিজস্ব প্রতিবেদক
এমারেন্ড ওয়েলের কাছে শেয়ার দর বাড়ার তথ্য নেই

শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমারেন্ড অয়েল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত প্রায় এক মাস ধরে এমারেল্ড অয়েলের শেয়ারের দর অস্বাভাবিক হারে বাড়ছে। গত ৯ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৫৩.৪ টাকা। এরপর এটির শেয়ারের দর বেড়ে ৬ জানুয়ারি ৭৪.১ টাকায় গিয়ে দাঁড়ায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে দর বেড়েছে ২০.৭ টাকা। দর বাড়ার এ হার ৩৮.৭৬ শতাংশ। অাবার গত ছয় মাস হিসেবে এই কোম্পানির শেয়ারের দর বাড়ছে ৩৪ টাকা।

এমারেল্ড অয়েল শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে ৬ জানুয়ারি কোম্পানিকে চিঠি দেয় ডিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

দর বাড়ার প্রসঙ্গে এমারেল্ড অয়েল কোম্পানির পরিচালক স্বজন কুমার বসাকে মুঠোফোনে কল করা হলে তিনি তা রিজিভ করেননি।

বাজার সংশ্লিষ্টদের মতে, কিছু কোম্পানির শেয়ার দর ভৌতিকভাবে বাড়ে। এই দর বাড়ার পিছনে কোম্পানির সংশ্লিষ্টদের হাত থাকে না বলে জানায় কোম্পানির কর্তৃপক্ষ। তবে এটা সত্যি যে সংশ্লিষ্টরা হাত না দিলে, শেয়ার দরও বাড়ে না।

অন্যদিকে কোম্পানির শেয়ার দর বাড়ানোর পিছনে স্বার্থ সংশ্লিষ্ট কিছু দুষ্ট বিনিয়োগকারী জড়িত থাকে। তবে এই ক্ষেত্রে কোম্পানিসহ  সিকিউরিটিজ হাউজগুলোর কর্মকর্তারা এসব বিনেয়োগকারীদের সহায়তা করছে বলেও বিশ্বাস করেন তারা।