English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৫

ঋণ অনুমোদন পেয়েছে গোল্ডেন সন

নিজস্ব প্রতিবেদক
ঋণ অনুমোদন পেয়েছে গোল্ডেন সন

গোল্ডেন ইনফিনিটি লিমিটেড নামে গোল্ডেন সনের সাবসিডিয়ারি কোম্পানির অনুকূলে ৫৪ কোটি ২০ লাখ টাকা ঋণ অনুমোদন করেছে এনআরবি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই অর্থ দিয়ে গোল্ডেন ইনফিনিটি শীঘ্রই কারখানা নির্মাণের কাজ শুরু করবে এবং মেশিনারি আমদানি করবে। এ জন্য ব্যয় হবে ৯২ কোটি টাকা।

ঋন প্রসঙ্গে কোম্পানির সচিব দেলোয়ার হোসেন বলেন, গোল্ডেন ইনফিনিটি শীঘ্রই কারখানা নির্মাণের কাজ শুরু করবে। এর ব্যয় ধরা হয়েছে ৯২ কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ঋণে সংগ্রহ করা হবে ৫৪ কোটি ২০ লাখ টাকা। বাকী অর্থের জোগান দিবে কোম্পানি।

এ প্রসঙ্গে কোম্পানির শেয়ার বিভাগের সিনিয়র অফিসার নূর মোহাম্মদ বলেন, এতোমধ্যে কোম্পানির অনুকূলে ৫৪ কোটি ২০ লাখ টাকা ঋণ অনুমোদন করেছে এনআরবি ব্যাংক।