English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৮:১৯

রোববার থেকে লেনদেন করবে আইটিসি

নিজস্ব প্রতিবেদক
রোববার থেকে লেনদেন করবে আইটিসি

অাগামি রোববার (১০ই জানুয়ারি) থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে ইনফরমেশন টেকনলজি (আইটিসি) কনসালটেন্টের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইটিসি কোম্পানিটির ট্রেডিং কোড ‘ITC’ এবং কোম্পানি কোড ২২৬৪৮। এর আগে গত ৩ জানুয়ারি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ী বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে এ কোম্পানির শেয়ার জমা করা হয়। বিও অ্যাকাউন্টে শেয়ার জমা হওয়ার পর কোম্পানিটির লেনদেন শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।

১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করে। গত ২ থেকে ১২ নভেম্বর সব ধরনের বিনিয়োগকারীর কাছ থেকে প্রাথমিক শেয়ার বরাদ্দের আবেদন গ্রহণ করে বস্ত্র খাতের কোম্পানিটি। পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানি ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে।

গত ৩ ডিসেম্বর কোম্পানিটির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। আইপিওতে চাহিদার তুলনায় ৬৭.২৬ গুণ আবেদন জমা পড়ে। 

উল্লেথ্য ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আইটিসি’র শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ১৮.২৮ টাকা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।