English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৯:১১

প্রিমিয়ামে অনুমোদন পেল এনার্জিপ্যাক

নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ামে অনুমোদন পেল এনার্জিপ্যাক

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনকে প্রিমিয়াম দিয়ে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি পুঁজিবাজারে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ২০০টি শেয়ার ছেড়ে ৪১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন।

কোম্পানিটির গত ৫ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ওয়েটেড এভারেজ শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৯১ টাকা। ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১.১৩ টাকা।

আইপিও'র অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধনমহ আইপিওর কাজে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।