English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৬

এনসিসি সিকিউরিটিজকে জরিমানা করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
এনসিসি সিকিউরিটিজকে জরিমানা করেছে বিএসইসি

সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে এনসিসি ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ জরিমানা করা হয়।

কমিশনের বৈঠক শেষে বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত গ্রাহক হিসাব পৃথকভাবে না রাখা, সমন্বিত গ্রাহক হিসাবের তহবিল ঘাটতি, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন লোন সুবিধা দেয় সিকিউরিটিজ হাউসটি। কমিশনের রুটিন পরিদর্শনে গঠিত কমিটির দাখিলকৃত রিপোর্টে সিকিউরিটিজ হাউসটির বিরুদ্ধে বিএসইসির নির্দেশনা ও সিকিউরিজি সংক্রান্ত আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। এ কারণে হাউসটিকে জরিমানা করা হয়।