English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৭

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেল ভিআইপিবি ফান্ড

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেল ভিআইপিবি ফান্ড

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে বে-মেয়াদি ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ড।

মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাসের অনুমোদন দেওয়া হয়। বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোঃ সাইফুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বে-মেয়াদি এ মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক আকার হচ্ছে ২০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা ২ কোটি টাকা যোগান দিবে। বাকি ১৮ কোটি টাকা বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে ভিআইপিবি ম্যানেজম্যান্ট কোম্পানি। এ ছাড়া ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসাবে রয়েছে ইনভেষ্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।