English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৭:০৪

এলইডি লাইট উৎপাদন করবে বিডি ল্যাম্পস

নিজস্ব প্রতিবেদক
এলইডি লাইট উৎপাদন করবে বিডি ল্যাম্পস

এলইডি লাইট উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি ল্যাম্পস। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির সূত্র মতে, রাজধানীর মহাখালিতে অবস্থিত কোম্পানির ফ্যাক্টরিতে এলইডি লাইট তৈরি করবে বিডি ল্যাম্পস। লাইট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সন্নিবেশের মাধ্যমে কোম্পানি এটি উৎপাদন করতে পারবে।  তাই চলতি বছরের এপ্রিল মাস থেকে বাণিজ্যিকভাবে লাইট তৈরি শুরু করতে পারবে বলে আশা করছে কোম্পানি।

নতুন এই প্রোডাকশন লাইন তৈরিতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। অধিকাংশ অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকে নেয়া হবে। এবং বাকী অংশ ব্যাংক ঋণের মাধ্যমে এ ব্যয় মেটানো হবে।

লাইট উৎপাদনের ফলে বার্ষিক বিক্রির পরিমাণ ৪ শতাংশ বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।