English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৬:৫০

উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন পরিমাণ বেড়েছে। কিন্তু এসময়ে সূচক ছিল মিশ্রাবস্থায়।

গতকাল রবিবার সপ্তাহের প্রথম দিনের লেনদেন ডিএসই ৪শত কোটি টাকার ঘরে অাসতে পারেনি। কিন্তু আজ ডিএসই’র লেনদেন চারশত কোটি টাকা ছাড়িয়েছে। দিনশেষে লেনদেন হয়েছে ৪৩৯ কোটি ৮৯ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ৪২ লাখ টাকা। একদিনের ব্যবধানে আজ লেনদেন বেড়েছে ৭৩ কোটি ৪৭ লাখ টাকা।

এদিকে বেশীরভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের আজ পতন হয়েছে ৬.২৮ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৬১৭.৭৩ পয়েন্টে। রবিবার এ সূচকের পতন হয়েছিল ৫.৬২ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো। দিনশেষে কোম্পানিটির ২১ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেন হয়েছে ২০ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- ইউনাইটেড পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, এমারল্ড অয়েল, খুলনা পাওয়ার, ইফাদ অটোস, কেডিএস এক্সেসরিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ১২.০২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৯৬.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৪ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ১১ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।