English Version
আপডেট : ২৬ মার্চ, ২০২৪ ১৬:৩৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর গুলিতে অন্তত দুই জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ই মার্চ) ওয়েলস রোডের কেনেডি রিক্রিয়েশন সেন্টারের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়াশিংটন ডিসির বাসিন্দা অ্যান্টনি ব্রাউন, এবং বাল্টিমোরের বাসিন্দা জ্যা লুকস। তাদের উভয়েরই বয়স ৩২ বছর।

মেট্রোপলিটন পুলিশের নির্বাহী সহকারী প্রধান জেফরি ক্যারল গণমাধ্যমকে বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা যায়নি।

এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে, প্রত্যক্ষদর্শী কেউ থাকলে তাকে দ্রুত পুলিশের কাছে গিয়ে ঘটনার বিস্তারিত জানাতে অনুরোধ জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, দেশটিতে ২০২৪ সালের ১৭ মার্চ পর্যন্ত বন্দুক সহিসংতায় মারা গেছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। এর মধ্যে নারী ও শিশু রয়েছেন। অন্যদিকে আহতের সংখ্যা ৫ হাজার ৯০০ জনের কাছাকাছি।