English Version
আপডেট : ২৫ জুন, ২০২৩ ২০:০০

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

অনলাইন ডেস্ক
হজের মূল আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…’ ধ্বনিতে মুখরিত কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন মক্কায়। মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

রোববার (২৫ জুন) ফজরের পর ১৪৩০ হিজরি বর্ষের হজের মূল কার্যক্রম শুরু হয়। শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে ১২ জিলহজ শেষ হবে এবারের হজ।

সৌদি হজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বিশ্বব্যাপী ২০ লাখের বেশি ধর্মপ্রাণ মুসলমান হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। করোনা অতিমারির পর এবার হজে সবচেয়ে বেশি মানুষ অংশ নিচ্ছেন।

চলতি বছর হজের জন্য বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার হজ যাত্রীর কোটা পায় সৌদি সরকার থেকে। তবে রেজিস্ট্রেশন করেন- ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন। শেষ পর্যন্ত হজে যাচ্ছেন ১ লাখ ২২ হাজার ৩৩৪ জন। ২২শে জুন শেষ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। ১৬৫টি ফ্লাইটে বিমান পরিবহন করেছে ৬১ হাজার ২৭৯ জন। সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করে বাকি যাত্রীদের।