English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৩:৩৮

২৭তম এশিয়ান ফুড ফেয়ার ফ্লোরিডায় ৪ ও ৫ মার্চ

অনলাইন ডেস্ক
২৭তম এশিয়ান ফুড ফেয়ার ফ্লোরিডায় ৪ ও ৫ মার্চ

২৭তম এশিয়ান এক্সপো ফুড এন্ড কালচারাল শোকে ঘিরে সাউথ ফ্লোরিডার প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দীর্ঘ তিন বছর পর এশিয়ান ফুড ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনার দীর্ঘ বিরতির পর দুদিন ব্যাপী এশিয়ান ফুড ও কালচারাল শো অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড, সাউদার্ন বুলোভার্ড, ওয়েস্ট পাম বীচে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। এছাড়াও ৩ মার্চ অনুষ্ঠিত হবে গালা নাইট উইথ এওয়ার্ড ডিনার হিলটন ওয়েস্ট পামবীচ এয়ারপোর্টে।

এশিয়ান ফুড এন্ড কালচারাল শোতে এবার থাকবে ২০টি দেশের পারফর্মারদের কালচারাল শো। থাকবে নানা দেশের স্টল। AsianFoodfairexpo.com ভিজিট করলে বিস্তারিত জানা যাবে। এশিয়ার ফুড এক্সপো এন্ড কালচারাল শো এর প্রেসিডেন্ট এম রহমান জহির জানান, এবারের ফুড ফেয়ারে এশিয়ান অনেক দেশের প্রতিনিধিত্ব থাকবে। শিল্পী হিসাবে থাকবেন ইন্ডিয়ান আইডল মোহাম্মদ দিনেশ ও বাংলাদেশের তাহসান ছাড়াও পাকিস্তানের আলমগীর ও শেয়ালি। এছাড়াও থাকবেন নিউইয়র্কেও তিন শিল্পী ত্রিনিয়া, তাজ ও প্রমি। 

৪ ও ৫ মার্চ সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে ২৭তম এশিয়ান এক্সপো, ফুডফেয়ার ও কালচারাল শোতে এশিয়ান দেশসমূহের পণ্য-সামগ্রীর প্রদর্শনী স্টলের বিপুল সমাহারের মধ্যে মূলমঞ্চে চলবে জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা। 

এই মেলার আহবায়ক নূরউদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা এবং সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল সহ কর্মকর্তারা জানান, এক্সপোতে শতাধিক বাণিজ্যিক ও খাবারের স্টল থাকবে।