২৩ জানুয়ারি ট্যাক্স রিটার্ন শুরু || ২১ দিনের মধ্যে রিফান্ডের অর্থ

অবশেষে বৃহস্পতিবার ১২ জানুয়ারি আইআরএস তাদের ওয়েবসাইটে পোস্ট করা খবরে জানালো ২৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২২ সালের ট্যাক্স রিটার্ন গ্রহণ।
আইআরএস বলছে, এবছর তারা ১৬ কোটি ৮০ লক্ষ বা ১৬৮ মিলিয়ন ইনডিভিজুয়াল ট্যাক্স ফাইলিং করবে বলে আশা করছে। এ বছর ট্যাক্স রিটার্ন গ্রহণের শেষদিন ১৮ এপ্রিল। গত তিন বছর প্যানডেমিকের কারণে সৃষ্ট পরিস্থিতি এবং স্টিমুলাস মানিসহ অন্যান্য সুবিধা প্রদানের জন্য বাড়তি কাজ সৃষ্টি হওয়ায় রিফান্ড ও ট্যাক্স ক্রেডিটের অর্থ পেতে বিলম্ব হয়েছে। এ বছর সেই ব্যাক লগ কাটিয়ে উঠেছে বলে স্বীকার করে আইআরএস জানায়, গত বছর আগস্ট মাসে কংগ্রেসে ইনফ্লেশন রিডাকশন এ্যাক্ট পাশ হওয়ায়, সেই বিলের কারণে আইআরএস ৫,০০০ নতুন সহায়তাকারী নিয়োগ দিয়েছে। সেই সাথে ট্যাক্সদাতাদের ইন-পারসন সহযোগিতার জন্যও লোক নিয়োগ করা হয়েছে।
ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের কমিশনার ডগ ও’ডনেল আশাবাদ ব্যক্ত করে বলেন, গত বছরে পাশ হওয়া ইনফ্লেশন রিডাকশন এ্যাক্টের কারণে আইআরএসএ আবার কাজের গতি ফিরে এসেছে। আইআরএসএর কর্মীরা বিলটি পাশ হওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন ২০২৩ ট্যাক্স মৌসুমে ট্যাক্সদাতাদের অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে।
আইআরএস তাদের পোস্টে ট্যাক্সদাতাদের অনুরোধ জানিয়েছে যাতে তারা এখন থেকেই সব ডকুমেন্ট প্রস্তুত করেন, কর্মক্ষেত্র থেকে ডবøু-২ বা ১০৯৯ সংগ্রহ করেন যাতে সময়মত ট্যাক্স ফাইলিং করতে পারেন। ২৩ জানুয়ারি ট্যাক্স ফাইলিং শুরু হওয়ার সাথে সাথে যদি তারা ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাহলে সময়মত রিফান্ড বা ট্যাক্স ক্রেডিটের অর্থ পাবেন। তবে যতটা সম্ভব সতর্কতার সাথে শুদ্ধভাবে ট্যাক্স রিটার্ন দাখিলের অনুরোধ জানানো হয়েছে। ভুল হলে রিফান্ড বা ট্যাক্স ক্রেডিট পেতে দেরি হবে।
আইআরএস ট্যাক্সদাতাদের ইলেকট্রিক্যালি ট্যাক্স ফাইলিংএর অনুরোধ জানিয়ে বলেন তাহলে রিফান্ডসহ ট্যাক্স ক্রেডিটের চেক সরাসরি তাদের একাউন্টে ডিপোজিট করা হবে।
আইআরএস জানিয়েছে, যারা রিফান্ড পাওয়ার যোগ্য তারা ট্যাক্স ফাইল করার ২১ দিনের মধ্যেই রিফান্ড পাবেন। আর যারা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিটের অর্থ পাবেন তারা সেই অর্থ পাওয়া শুরু করবেন ২৮ ফেব্রæয়ারি থেকে। যারা তাদের রিফান্ডের অর্থ কবে পাবেন জানতে চান, তারা irs.gov ভিজিট করে Where’s My Refund ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য প্রদান করে জানতে পারবেন। ২০১৫ সালে কংগ্রেসে পাস হওয়া 2015 PATH Act অনুযায়ী আইআরএস কেউ যেন রিফান্ডের অর্থ নিয়ে জালিয়াতি করতে না পারে তার জন্য এবছর বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে এবং সতর্কতা অবলম্বন করা হয়েছে।
যারা বিস্তারিত জানতে চান, তারা irs.gov ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
এদিকে ইউএসএঅনলাইন জানিয়েছে, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম আইআরএস সূত্র উদ্ধৃত করে জানান, এবছর যাদের এক বা একাধিক সন্তান রয়েছে তাদের আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে। কিন্তু সন্তানহীনদের ক্ষেত্রে আর্নড ইনকাম ক্রেডিট কমেছে।
এবার এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩,৭৩৩ ডলার। গত ট্যাক্স বছরে এক সন্তানের জন্য সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩,৬১৮ ডলার।
এ ট্যাক্স সিজনে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬,১৬৪ ডলার। ২০২১ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫,৯৮০ ডলার।
এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬,৯৩৫ ডলার। ২০২১ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬,৭২৮ ডলার।
২০২২ ট্যাক্স বছরে সন্তানহীনদের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৫৬০ ডলার। যা ২০২১ ট্যাক্স বছরে ছিল সর্বোচ্চ ১,৫০২ ডলার।
তবে ইনকাম লেভেলের ওপর আর্নড ইনকাম ক্রেডিট নির্ভর করছে। ম্যারিড ফাইলিং জয়েন্টলি সন্তানহীনদের ক্ষেত্রে যদি ইনকাম লেভেল ২২,৬১০ ডলারের নিচে, এক সন্তানের ক্ষেত্রে ইনকাম লেভেল ৪৯,৬২২ ডলারের নিচে, দুই সন্তানের ক্ষেত্রে ইনকাম লেভেল ৫৫,৫২৯ ডলারের নিচে এবং তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে ইনকাম লেভেল ৫,৯১৮৭ ডলারের কম হয় তাহলে সংশ্লিষ্টরা আর্নড ইনকাম ক্রেডিটের জন্য যোগ্য বিবেচিত হবেন।
আর্নড ইনকাম ক্রেডিটের ক্ষেত্রে সন্তানের বয়স ১৯ থেকে ২৪ বছর হলে অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। অন্যথায় আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।
মোহাম্মদ হাসেম আরও জানান, এ ট্যাক্স সিজনে চাইল্ড ট্যাক্স ক্রেডিটে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে এবার প্রতি সন্তানের জন্য সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট নির্ধারণ করা হয়েছে ২,০০০ ডলার, তার মধ্যে ১,৫০০ ডলার রিফান্ডেবল ক্রেডিট। গত ট্যাক্স সিজনে ৬ বছরের কম বয়সী সন্তানের জন্য ট্যাক্স ক্রেডিট ছিল ৩,৬০০ ডলার এবং ৬ বছর থেকে ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩,০০০ ডলার।
মোহাম্মদ হাসেম জানান, প্রতি বছরের ন্যায় এ ট্যাক্স সিজনেও ইনফ্লেশনের কারণে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বেড়েছে। সিঙ্গেল অথবা ম্যারিড ফাইলিং সেপারেটলির ক্ষেত্রে ১২,৯৫০ ডলার, ম্যারিড ফাইলিং জয়েন্টলি অথবা কোয়ালিফাইয়িং সার্ভাইভিং স্পাউসের ক্ষেত্রে ২৫,৯০০ ডলার এবং হেড অব হাউজহোল্ডের ক্ষেত্রে ১৯,৪০০ ডলার নির্ধারণ করা হয়েছে।
মোহাম্মদ হাসেম জানান, প্রতি বছরই ট্যাক্স আইন, বিধি-বিধান পরিবর্তন, আপডেট হয়। সঠিক, নির্ভুল ট্যাক্স ফাইলিং করার জন্য আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেসও প্রতি বছর আপডেট হয়। নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা দিতে পারেন দক্ষ, অভিজ্ঞ, যোগ্যতাসম্পন্ন ট্যাক্স প্রস্তুতকারীরা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, যিনি কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের সিইও। ফোনঃ ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০; জ্যামাইকা অফিসের ফোনঃ ৯২৯-৩৯৯-২০০৪, ৯২৯-৩৯৯-২০০৭ এবং বাফেলো অফিসের ফোনঃ ৯১৭-৮২১-৪৮৯৭.