English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলায় ৬ জন নিহত হয়েছেন। একটি বাড়িতে ঢুকে দু’জন বন্দুকধারী গুলি চালায় বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে এ হামলার ঘটনা ঘটে। বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন কিশোরী মা এবং তার ছয় মাস বয়সী শিশু আছে বলে খবরে জানানো হয়।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।

গোলাগুলির সময় বাড়ির ভেতর লুকিয়ে থাকার কারণে দুই ব্যক্তি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়। পুলিশের ধারণা, মাদক সংক্রান্ত ঘটনার জেরেই এই হামলা।

উল্লেখ্য এএফপি বলছে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালে গুলিবিদ্ধ হয়ে আনুমানিক ৪৯ হাজার মানুষের মৃত্যু হয়। এর মধ্যে অর্ধেকের বেশি আত্মহত্যার ঘটনা। যুক্তরাষ্ট্রে মানুষের চেয়ে অস্ত্রের সংখ্যা বেশি। প্রাপ্তবয়স্ক তিনজন আমেরিকানের অন্তত একজনের অস্ত্র আছে। প্রাপ্তবয়স্ক তিনজনের একজন এমন বাড়িতে থাকেন যেখানে অস্ত্র আছে।