English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০৬

রাজধানী যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

অনলাইন ডেস্ক
রাজধানী যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

গ্যাস সরবরাহ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস জানিয়েছে, গ্যাস সরবরাহ লাইন প্রতিস্থাপনের কাজের জন্য রাজধানীর হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঁঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ, ইন্দিরা রোড ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।