English Version
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৫৭

জাতীয় স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
জাতীয় স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা ৪০ মিনিটে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এছাড়া স্মৃতিসৌধের নথিতে স্বাক্ষর করে ৮টা ১৫ মিনিটে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরোত ই খোদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।