English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০২২ ১১:১৭

রাজধানীতে টিকা নিয়েছে ৮ লাখ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
রাজধানীতে টিকা নিয়েছে ৮ লাখ শিক্ষার্থী

রাজধানীতে শেষ হয়েছে শিক্ষার্থীদের করোনা টিকার প্রথম ডোজ। ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় ৮ লাখ শিক্ষার্থী এই কার্যক্রমের আওতায়। যাদের প্রায় সবাইকে দেয়া হয় ফাইজারের টিকা। দ্বিতীয় ডোজের তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

গত বছরের নভেম্বর রাজধানীতে শুরু হয় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। টিকা ছাড়া সরাসরি ক্লাস করতে পারবে না শিক্ষার্থীরা-গত সপ্তাহে এমন ঘোষণার পরই ভিড় বাড়ে টিকাকেন্দ্র। জোরেশোরে চলে প্রথম ডোজের কার্যক্রম

এদিকে টিকা দিয়ে নিজেকে সুরক্ষিত মনে করছেন শিক্ষার্থীরা। রেজিস্ট্রেশন জটিলতা শিথিল করায় খুশি তারা।

রাজধানীতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী ৭ লাখ। এরইমধ্যে বেশিরভাগ শিক্ষার্থী পেয়েছে করোনা টিকার প্রথম ডোজ। তাই দ্রুত যাতে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন শিক্ষকরা।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছে, দ্রুতই শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে।আর যারা এখনো প্রথম জোড নেয়নি তাদের দ্রুত টিকা নেয়ার তাগিদ স্বাস্থ্য বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত সারা দেশে টিকা পেয়েছে প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী।