English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০২২ ১২:২৪

উত্তরায় আগুন, একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
উত্তরায় আগুন, একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে উত্তরার চন্ডালভোগ মানিক বস্তি খালপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রোমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

তুরাগ থানার এসআই সজল কান্তি রায় গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, প্রথমে বিদ্যুতের খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর সেই আগুন পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা খানম বলেন, ভোর ৪টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৫টা ৪০ মিনিটে আগুন নির্বাপণ করে। এরপর ঘরে তল্লাশি চালিয়ে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।