English Version
আপডেট : ২১ অক্টোবর, ২০২১ ১৩:০৫

রেলওয়ে হাফিজিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

অনলাইন ডেস্ক
রেলওয়ে হাফিজিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ (২০ অক্টোবর) । প্রায় ১৪০০ বছর আগে এদিনে (১২ রবিউল আউয়াল) বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহণ করেন। দেশব্যাপী নানা আয়োজন বিভিন্ন ধর্মীয় সংগঠন দিনটি উদযাপন করছে। এ উপলক্ষে রাজধানীর শাহজানপুরে রেলওয়ে হাফিজিয়া সুন্নীয়া আলিম মাদরাসায় র‌্যালির আয়োজন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় মাদরাসার প্রধান নির্বাহী আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশেবন্দীর নেতৃত্বে শাহজাহানপুর থেকে র‌্যালিটি শুরু হয়। এরপর রাজারবাগ ও খিলগাঁও রেলগেট ঘুরে রেলওয়ে হাফিজিয়া সুন্নীয়া আলিম মাদরাসায় এসে শেষ হয়। দোয়া, মিলাদ ও তাবারুক বিতরণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর আয়োজন সমাপ্ত হয়। 

এ সময় খাজা আরিফুর রহমান তাহেরী বলেন, ‘ঈদে মিলাদুন্নবীর শিক্ষা একটি সুন্দর জীবন গড়ার শিক্ষা এবং একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নেই।’

র‌্যালিতে উপস্থিত ছিলেন- রেলওয়ে হাফিজিয়া সুন্নীয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি ইব্রাহীম খলীল, হাবিবুর রহমান ভূঁইয়া, মাওলানা মেছবাহ উদ্দীন আশরাফী, মাওলানা ইলিয়াস চৌধুরী ও বাংলাদেশ আঞ্জুমানে আশেকানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাপতি, সেক্রেটারি, ও সদস্যরা। এছাড়া রেলওয়ে হাফিজিয়া সুন্নীয়া আলিম মাদরাসার সাবেক শিক্ষার্থী মোহাম্মদ নাজমুল হাসান মজুমদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।