English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২১ ১৭:১৫

দলে মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের আনুন: মির্জা আজম

অনলাইন ডেস্ক
দলে মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের আনুন: মির্জা আজম

মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের কমিটিতে আনুন, তারাই দূর্দিনে পাশে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজ বৃহস্পতিবার শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় তিনি বলেন, দলে এখন মোটাতাজা নেতার সংখ্যা বেশি তাই অতীতের অভিজ্ঞতা ও  বর্তমানের সতর্কতা মাথায় রেখে চলতে হবে। মোটাতাজাদের বাদ দিয়ে শুকনাদের কমিটিতে আনুন, তারাই দূর্দিনে পাশে থাকবে।এ সময় তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা ও বর্তমান সতর্ক বার্তা যেসব শুনছি সেগুলো আমাদের ধারন করা উচিত। আমরা ১/১১ দেখেছি। আমাদের অনেক নেতাদের চেহারাও আমরা দেখেছি। আগামীতে হয়তোবা ২/২০ আসছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।