English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১৭:৪২

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৮ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৯ জন, যা বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৭৪ জন। 

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৮৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জন। আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।