English Version
আপডেট : ১৭ জুলাই, ২০২১ ১৬:৫৫

রাজধানীতে ছাত্রদলের শোডাউন ও মিছিল

অনলাইন ডেস্ক
রাজধানীতে ছাত্রদলের শোডাউন ও মিছিল

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে স্লোগান ও শোডাউনে মুখরিত করে তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে ঢাকার চার সাংগঠনিক মহানগরের নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে এ স্লোগান ও শোডাউন দেয়া হয়।

শনিবার দুপুর থেকেই আলাদা আলাদা মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন চার মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা। এসময় পার্টি অফিসের সামনে উপস্থিত হওয়া নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা পার্টি অফিস থেকে নাইটেঙ্গেল মোড় আবার নাইটেঙ্গেল মোড় থেকে পার্টি অফিস পর্যন্ত মিছিল করেন। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জসীম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল, ঢাকা মহানগর পূর্বের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন, ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মহাসীন সিদ্দিক রনি ও সদস্য সচিব আশরাফুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন।