English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১২:৫৩

ট্রাকের ধাক্কায় ফল বিক্রেতার প্রাণ গেল রাজধানীতে

অনলাইন ডেস্ক
ট্রাকের ধাক্কায় ফল বিক্রেতার প্রাণ গেল রাজধানীতে

রাজধানীর তেজাগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামের এক ফল বিক্রেতা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) ভোর ৬টার দিকে তেজাগাঁও পুরাতন বিমানবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম বাড়ি রংপুর কোতোয়ালি উপজেলার তৈয়ব আলীর ছেলে। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।

ভোরে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে সাইফুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর চাচাতো ভাই মনোয়ার হোসেন মিলন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

মনোয়ার হোসেন মিলন জানান, গ্রামে কৃষিকাজ করতেন সাইফুল। ১৫ দিন আগে ব্যবসার উদ্দেশ্যে ঢাকায় আসেন। এরপর থেকে কড়াইল বস্তিতে তাঁর সঙ্গেই ছিলেন। কয়দিন ধরে ভ্যানে করে আম বিক্রি করছিলেন তিনি। তবে ব্যবসায় লোকসান হওয়ায় তিনি আবার বাড়ি ফিরে যেতে চাচ্ছিলেন। এজন্য মঙ্গলবার ভোরে আম বিক্রির প্লাস্টিকের ক্যারেট ফেরত দেওয়ার জন্য ভ্যানে করে যাচ্ছিলেন কারওয়ান বাজারের আড়তে। পরে এক অ্যাম্বুলেন্স চালক ফোন দিয়ে জানায় একটি ট্রাক ধাক্কায় আহত হয়েছেন তিনি।  এরপর সাইফুলকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যালে পাঠিয়ে দেয়। ঢামেকে নেওয়ার পর পরই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।