English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৬:৪২

ঢাকায় ১৯ স্থানে বসবে পশুর হাট

অনলাইন ডেস্ক
ঢাকায় ১৯ স্থানে বসবে পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুলাই থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোরবানির পশুর হাট পরিচালনা করা হবে। ওইদিন থেকে রাজধানীর ১৯ টি স্থানে পশুর হাট বসানো হবে বলে জানা গেছে। আজ সোমবার (১২ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ঈদের কথা বিবেচনা করে দেশে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। চালু করা হবে গণপরিবহন। খুলে দেওয়া হচ্ছে মার্কেট। স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত এমন প্রজ্ঞাপন আসতে যাচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় জারি হবে প্রজ্ঞাপন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রোববার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।