English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১৬:১২

টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
টেকনাফে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তার নাম  মো. নুরুল আবছার (৩৭)। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আজ সোমবার টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই যায়েদ হাসানের নেতৃত্বে একটি দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাঙ্গর পাড়ার হাসিনার বসত-ঘরের সামনের উঠানে শাহপরীরদ্বীপ উত্তর পাড়ার মৃত নুরুল হোসাইনের ছেলে মো. নুরুল আবছারকে (৩৭) দুই হাজার ৪০০ পিস ইয়াবাসহ উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে আটক করা হয়। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।