English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১১:১৬

সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

অনলাইন ডেস্ক
সেলিব্রিটির ‘অভিনয়ে’ ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

ঢালিউড অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত ৩০ জুন নাসির মুক্তি পান।মুক্ত হয়ে নাসির ইউ মাহমুদ গণমাধ্যমকে বলেছেন, ‘বড় রকমের ভিকটিম হলাম। কোনো দিন হাজত দেখিনি। রিমান্ডে ১২ দিনসহ ১৮ দিন জেল-হাজতে কাটিয়েছি। সত্যিকারে অন্যায় করলে আফসোস ছিল না। আশা করি,  তদন্তকারী সংস্থা সঠিক বিষয়টি তুলে আনবে।’

নাসির ইউ মাহমুদ আরও জানান, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নির্বাচিত জিএস ছিলাম। ঢাকার প্রথম বিভাগের ফুটবলার ছিলাম। উত্তরা ক্লাবের তিনবার সভাপতি ছিলাম। একজন ব্যবসায়ী। আমাকে আটক করার পরও কেউ আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। একজন সেলিব্রিটির অভিনয়ে আমি সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম।’

পরীমণির অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে উত্তরার একটি বাসা থেকে মাদকসহ আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই বিমানবন্দর থানায় পুলিশ তাদের বিরুদ্ধে মাদকের মামলা করে। পরে তাদের পরীমনির মামলায় গ্রেফতার দেখানো হয়। নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকীকে গ্রেফতারের দিন সকালেই পরীমনি সাভার থানায় একটি মামলা করেন। তাতে নাসির, তুহিনসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে পরীমনি গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন।