English Version
আপডেট : ৩ জুলাই, ২০২১ ১৭:৫৮

পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশত শ্রমিক

অনলাইন ডেস্ক
পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশত শ্রমিক

ঢাকা: ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানার ভেতরে প্রায় অর্ধশত শ্রমিক হঠাৎ সংজ্ঞা হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাদের সহকর্মীরা।

শনিবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার ডংলিয়ান ফ্যাশন (বিডি) লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের পাশের হাবিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শ্রমিকরা বলেন, ‘গেটের মইদ্দে ঢোকামাত্র দেখি ফ্লোরের মইদ্দে সবাই খালি পড়ি যাইতেছে। মাথাব্যথা আর বমি হইতেছিল তাদের। এ পর্যন্ত তাও ৪০-৪৫ জন অসুস্থ হইছে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘সকালে প্রথম একজন শ্রমিক অসুস্থ হন। তাকে হাসপাতালে রেখে আসতেই অন্তত আরও ১৪ জন বমি এবং মাথাব্যথার উপসর্গ নিয়ে কারখানার ভেতরে ফ্লোরে পড়ে যান।

‘তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়। আজকা আবার এই সংখ্যাটা বেশি। গত ১৫ দিন ধইরেই এই সমস্যাটা শুরু হইছে।’

তবে তারা অসুস্থতার কারণ জানাতে পারছেন না।

এ বিষয়ে হাবিব জেনারেল হাসপাতালের ম্যানেজার বিল্লু দাস বলেন, ‘একটি কারখানার বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় আনা হয়েছে। ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আসলে কী হয়েছে, ডাক্তার পর্যবেক্ষণের পর জানাতে পারবেন।’

ডংলিয়ন ফ্যাশন (বিডি) লিমিটেড কারখানার কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি কারখানায় গেলে সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ওই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর জেনেছি। আমরা তদন্ত করে দেখছি।’